শিবালয় প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয়ে উপজেলা কেন্দ্রীয় আব্দুল গণি সরকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, জেলা শিক্ষা অফিসার মো:ফরিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গোলাম ফারুক, শিবালয় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু বিকাশ চন্দ্র সাহা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউছুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের আজিবন দাতা সদস্য বীর মুক্তিযোদ্বা আব্দুল হালিম, পরিচালনা পরিষদের সদস্য মোঃ ইউসুফ আলী প্রমুখ।
এছাড়া বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য আব্দুর রহমান, আলাল উদ্দিন, রেহেনা সুলতানা, সকল শিক্ষক মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী আকবর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখা-পড়ার পাশাপশি খেলা-ধূলায়ও পারদর্শী হতে হবে। শিক্ষার হাড় বাড়লেও মান বাড়েনি। তাই মানসন্মত শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান তিনি।
অভিভাবকদের উদ্দ্যেশে বলেন, আপনাদের ছেলে-মেয়েরা স্কুল থেকে বাড়ি ফেরার পর তারা স্কুলে কি পড়ে এলে তার তদারকি করেন। এতে শিক্ষার্থীদের পড়াশোনার গতি বাড়বে বলে তিনি মনে করেন।