1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হামলায় আহত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি  জিলানীকে দেখতে হাসপাতালে রিতা মানিকগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবীতে সরকারি দেবেন্দ্র কলেজের চারটি ইউনিট ভেঙ্গে দিল অধ্যক্ষ রাজবাড়ীর পাংশায় বৃষ্টিতে আখ চাষিদের ক্ষতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মানিকগঞ্জে আহত ও নিহত পরিবারের সাথে মতবিনিময় মানিকগঞ্জে নার্সিং সংস্কার পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত মানিকগঞ্জের সাটুরিয়া শরীরে কেরোসিন ঢেলে আগুনে ঝলসে গেল স্ত্রীসহ তিনজনের শরীর মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ মানিকগঞ্জে কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বন্ধসহ পাইপ অপসারণের  দাবীতে মানববন্ধন-নেপথ্যে সুহাস, ওয়াসিম মানিকগঞ্জে শহিদদের স্বরণে কাওয়ালী সন্ধ্যা মানিকগঞ্জ জেলা কৃষক দলের নতুন কমিটি গঠন

একজন ভোক্তা হিসেবে দেশের সকলেরই নিরাপদ খাদ্য পাওয়ার অধিকার রয়েছে

  • প্রকাশের সময় : শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ১১৮৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার

যে যে অবস্থাই থাকুক না কেন দেশের প্রতিটি মানুষই ভোক্তা। একজন ভোক্তা হিসেবে সকলেরই নিরাপদ খাদ্য পাওয়ার অধিকার রয়েছে। শনিবার মানিকগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

“সুস্থ সবল জাতি চাই-পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নেই” এই পদিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে এই আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বাবুল মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাফিজুর রহমান, জেলা আইনজীবি সমিতির সভাতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. জহিরুল করিম, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান খান রুমেল, মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য খবিরুল আলম চৌধুরী, মানিকগঞ্জ জেলা হোটেল-রেস্তোরা-মিস্টির দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মিজানুর রহমান মিন্টু, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন (ক্যাব) জেলা কমিটির সাধারণ সম্পাদক এবিএস সামছুন্নবী তুলিপ।

বক্তারা আরো বলেন, নিারপদ খাদ্য নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। সেই লক্ষ্যে জেলা প্রশাসন জনগনকে সচেতন করা, ভেজালবিরোধী অভিযান পরিচালনা  করে যাচ্ছে। কিন্তু এ ব্যাপারে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। সরকার সকল ধরণের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে কার্যকর ব্যাব্ষা নিতে নির্দেশ দিয়েছেন। কাজেই ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সাবধান হতে হবে। এ ব্যাপারে সর্বোস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা  প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে তা শহীদ স্মরণী সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী ও আলোচনাসভায় অংশ নেয় খাদ্য বিভাগ, বিভিন্ন হোটেল-দোকান মালিক ও ব্যবসায়ী, সাংবাদিক, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury