স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জ কুইন্স স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে মানিকগঞ্জ কুইন্স স্কুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) পংকজ ঘোষ।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরু হুদা সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: সাঈদুর রহমান।
এসময় বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও অবিভাবকগন উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।