মোহাম্মদ মিজানুর রহমান, সিংগাইর
মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতির করার প্রস্ততির সময়ে চার ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহিত বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।
থানা পুলিশ জানায়, উপজেলার চান্দহর ইউনিয়নের পালপাড়া এলাকায় আবদুল করিমের বাড়ির পাশ থেকে ডাকাতি করার প্রস্তুতি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার এসআই শহিদুর রহমানের নেতৃত্বে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার দিবগত রাত সাড়ে ১২ টার দিকে অভিযান চালান। এ সময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করলেও আরো ৫/৬ জন পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতরা হলেন, চকপালপাড়া গ্রামের তোফাজদ্দিনের ছেলে আবুল হোসেন(৪৫), একই গ্রামের মৃত হামিদের ছেলে করিম(৩৪), সোনাটেংরা গ্রামের নাসির উদ্দিনের ছেলে আন্তঃ জেলা ডাকাতদলের সদস্য মোসারফ হোসেন (২৭) ও পাবনা জেলার ভাঙ্গুরা থানার চন্ডিপুর গ্রামের মজু ফকিরের ছেলে আনোয়ার (৩৬)। তাদের কাছ থেকে দেশীয় রাম দা, ছুরি, তালা ভাঙ্গার কাটার ও দরজা ভাঙ্গার সামগ্রী।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, ডাকাতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। ডাকাত মোসারফের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে।#