স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী হরিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগ নেতা ও কৌড়ি এম এ রউফ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভি,পি আজিম খাঁনের (ভি,পি আজিম) গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৯ ফেব্রুয়ারী) সকালে গণসংযোগটি ঝিটকা বাজারের হরিরামপুর মোড়ের বাসুদেবপুর তার নিজ বাসভবনের সামনে থেকে শুরু হয়ে সম্পুর্ণ ঝিটকা হাটকে প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় ঝিটকা হাটে অবস্থানরত হরিরামপুর উপজেলার কয়েক হাজার ভোটারের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তাদের উদ্দেশ্যে আওয়ামী যুবলীগ নেতা আজিম খাঁন (ভি,পি আজিম) বলেন আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বানিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। তিনি হরিরামপুর উপজেলা কে মাদক,সন্ত্রাস মুক্ত এবং এই উপজেলাকে ডিজিটাল উপজেলা করার প্রতিশ্রুতি দেন। এসময় তার সাথে উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য ঝিটকা হাটটি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটি হাট, এখানে শনিবার হাটের দিন হরিরামপুরের ১৩টি ইউনিয়নের জনগণ সহ মানিকগঞ্জের বিভিন্ন এলাকার লোকজন এখানে হাট করতে আসেন।