মো: আরিফ হোসেন
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বালিয়াখোড়া গ্রামের সরকারি প্রাথমীক বিদ্যালয়ের মাঠে শনিবার বিকেলে হয়ে গেলো আকর্ষনীয় ঘোড়া দৌড় প্রতিযোগীতা। এসময় ঘোড়া দৌর দেখতে আসে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ।
গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও মানুষকে আনন্দ দিতেই প্রায় শত বছর ধরে এই ঘোড়া প্রতিযোগীতার আয়োজন করে আসছে বালিয়াখোড়া গ্রামবাসী। ঘোড়া দৌড়কে কেন্দ্রকরে গ্রামে বসেছে ১ দিনের গ্রাম্যমেলা।
প্রতিযোগীতায় মানিকগঞ্জের বিভিন্ন এলাকার ৩৯ টি ঘোড়া অংশ নেয়। এদের মাঝে ২১টি ঘোড়া বিভিন্ন প্রতিযোগীতায় বিজয় হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।