শুভংকর পোদ্দার
মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা পরিষদের নির্বাচনে নৌকা প্রতিক পেয়ে নৌকার মাঝি হলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান। এই নির্বাচন উপলক্ষে হরিরামপুর উপজেলাতে একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন চেয়েছিলেন। ফলে তৃণমূল নেতাকর্মীদের ভোটের প্রার্থী নির্বাচনের সিদ্ধান্ত নেন জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এতে স্থানীয় সংসদ সদস্যও একই মত দেন। পড়ে হরিরামপুর উপজেলায় সুষ্ঠভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। হরিরামপুরে মোট ৩৩০ ভোটের মধ্যে ১৪৪ ভোট পেয়ে জয়ী হন দেওয়ান সাইদুর রহমান। তিনি এই উপজেলার সাবেক চেয়ারম্যান। উপজেলার প্রতিটি গ্রামেই রয়েছে তার কর্মী-সমর্থক। এলাকায় ব্যাপক জনপ্রিয় নেতাও তিনি।