বিশেষ প্রতিনিধি
মনিকগঞ্জে এক স্কুল ছাত্রীকে অপহরণ ও আটকিয়ে রেখে ধর্ষণের দায়ে মো.মেহেদী হাসান মামুন নামের এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচার মোহাম্মদ আলী হোসাইন আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
মামলার রাষ্ট্র পক্ষের কৌঁসুলী স্পেশাল পিপি এ,কে,এম নুরুল হুদা রুবেল জানান, হরিরামপুরে ঝিটকা এলাকায় স্কুলে যাওয়া আসার পথে স্কুল ছাত্রীকে দন্ডপ্রাপ্ত মেহেদী হাসান মামুন কু-প্রস্তাব দিতো। বিষয়টি অভিভাবক ও শিক্ষকদের জানানো হলে এ বিষয়ে মেহেদীকে শতর্ক করে দেয়া হয়। কিন্তু তাতেও কাজ হয়নি। পরে ২০১২ সালের ২৪ নভেম্বর সকাল ৭টার দিকে স্কুলে যাওয়ার পথে মেহেদীসহ তার অজ্ঞাত পরিচয় ৫/৬ জন সঙ্গীর সহযোগীতায় একটি মাইক্রোবাসে করে ওই ছাত্রীকে অপহরণ করে ঢাকার মহাখালীতে একটি বাসায় আটকে রেখে। পর সেখানে মেহেদী ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরবর্তিতে ২০১২ সালের ৩ ডিসেম্বর হরিরামপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের হয়। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৩ সালের ১০ জুনে কোর্টে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২০১৩ সালে ২৮ নভেম্বর আসামী মেহেদী হাসান মামুনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ /৯ (১) ধারা অপরাধ বিচারার্থে আমলে গ্রহণ করেন। এই মামলায় মোট ৮জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করা হয়।