স্টাফ রিপোর্টার
‘আঁধারের বিপরীতে জাগ্রত আমরা দ্রোহের অনল হাতে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে দুই দিনব্যাপী উদীচীর জেলার ১৩ তম সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে বিকেলে জেলা শহরের শহীদ রফিক সড়কে সংগঠনের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহীদ রফিক সড়কসহ পাশের গার্লস স্কুল সড়ক ও গঙ্গাধরপট্টি সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এর আগে বিকেল চারটার দিকে কার্যালয়ে সংগঠনটির ১৩ তম সম্মেলনের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ। এ সময় লেখক ও শিক্ষক সাইফুদ্দিন আহমেদ, মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন, উদীচীর জেলা শাখার সভাপতি লুৎফুন রাহার শিউলী, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে সংগঠনটির কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে গণসংগীত ও আবৃত্তি অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শেষ দিন আজ শুক্রবার বিকেলে সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর সাংগঠনিক প্রশিক্ষণ ও আলোচনা, নতুন কমিটি গঠন ও শপথ গ্রহণ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনব্যাপী সম্মেলন শেষ হবে।