স্টাফ রিপোর্টার
আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন মানিকগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.এনামুল হক রুবেল। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সহ সভাপতি আহমেদ সাব্বির সোহেল, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ^াস, কোষাধ্যক্ষ শাহিনুর রহমান তারেক, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সাব্বিরুল ইসলাম সাবু, সহ সভাপতি কাবুল উদ্দিন খান, আবুল বাসার আব্বাসী, যুগ্ম সাধারণ সম্পাদক বি এম খোরশেদ, দপ্তর সম্পাদক মো.আকরাম হোসেনসহ প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সকলের সার্বিক সাহায্য সহযোগীতা কামনা করেন মো.এনামুল হক রুবেল।