স্টাফ রিপোর্টার
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কবি সালেহা ইসলাম। মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন কমিশন অফিসে সদর উপজেলা নির্বাচন কমিশনের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন তিনি। আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন শহর থেকে গ্রামের আনাচে কানাচে। দিচ্ছেন নানা প্রকার উন্নয়ন করার প্রতিশ্রুতি। প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় সাধারন ভোটাররাও শুরু করেছেন নানা প্রকার হিসেব নিকাশ । উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যন পদে দলীয় মনোনয়ন নৌকা প্রতীক থাকলেও ভাইস চেয়ারম্যন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোন দলীয় প্রতীক থাকছে না। সে জন্য ভাইস চেয়ারম্যন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ব্যক্তি ইমেজকেই বড় করে দেখছেন সাধারন ভোটাররা। মহিলা ভাইস চেয়ারম্যন পদে কয়েকজনের নাম শোনা গেলেও মানিকগঞ্জ সদর উপজেলার সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি রয়েছে সালেহা ইসলামের। তিনি ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনের দিনক্ষন যতই ঘনিয়ে আসছে সালেহা ইসলামের জয়ের পাল্লা ততই ভারি হচ্ছে বলে মনে করছেন তাঁর কর্মী সমর্থকেরা। সালেহা ইসলাম বলেন, ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। সততা ও নিষ্ঠার সাথে তখন মানিকগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। সাধারণ জনগণকে সাথে নিয়ে বিরামহীনভাবে কাজ করেছি। সব সময়ই সাধরণ মানুষের পাশে থেকেছি এখনও আছি এবং মহান আল্লাহর রহমতে সামনের উপজেলা পরিষদ নির্বাচনেও ব্যাপক সাড়া পাচ্ছি। তিনি আরও বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার ছিল, গ্রাম হবে শহর সেই লক্ষ্যকে সামনে রেখে সকল প্রকার গ্রামীন উন্নয়নের সাথে নিজেকে সম্পৃক্ত রাখব চেষ্টা করে যাচ্ছি। সব কিছু ঠিকঠাক থাকলে সামনের উপজেলা নির্বাচনে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনগণ রেকর্ড সংখ্যক ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন কবি সালেহা ইসলাম।