মো: আরিফ হোসেন :
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার খেরুপাড়া এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় মারা গেছে ফরিদ হোসেন নামের এক কলেজ ছাত্র। নিহত ফরিদ ঢাকার তিতুমীর কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও শিবালয় উপজেলার জগদিয়া গ্রামের কুপাত আলীর ছেলে।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, শনিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফরিদ এক চাচাতো ভাই আকাশকে নিয়ে হরিরামপুর উপজেলার বাল্লা এলাকায় বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে দুপুরের দিকে খেরুপাড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের ব্রীজের সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ফরিদ মারা যায়। গুরুতর আহত অবস্থায় আকাশকে মানিকগঞ্জ জেলা হাসপতালে ভর্তি করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।