স্টাফ রিপোর্ট
বাংলাদেশ আওয়ামীলীগ কর্তৃক স্বৈরশাসকের সাথে জোট বেঁধে গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করার প্রতিবাদে বুধবার বিকেলে মানিকগঞ্জ জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মানিকগঞ্জ জেলা শাখার সদস্যরা। সিপিবি’র ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা এই কর্মসূচী পালন করে।
মিছিল শেষে পার্টির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সিপিবি জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড খুশী মোহন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনাসভায় বক্তব্য রাখেন পার্টির কেন্ত্রী কমিটির সদস্য কমরেড আজাহারুল ইসলাম আরজু, জেরা কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড মিজানুর রহমান হজরত, সাধারণ সম্পাদক কমরেড মজিবুর রহমান মাস্টার, সহ-সাধারণ সম্পাদক কমরেড আরশেদ আলী মাস্টার, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আবুল ইসলাম শিকদার ও কমরেড নজরুল ইসলাম।
বক্তারা, প্রহসনের নির্বাচন বন্ধ করে সুষ্ঠুধারার রাজনীতি ও ভোট-ভাতের অধিকার নিশ্চিত করে দেশের শতকরা ৯৯ ভাগ মানুষের পক্ষের শাসন ব্যবস্থা কায়েম করে মুক্তিযুদ্ধের পক্ষের ভিশন-৭১ বাস্তাবায়নের দাবী জানান।