স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এনামুল হক রুবেল পছন্দের উড়ো জাহাজ প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু। শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং র্কমকর্তা বাবুল মিয়া প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এনামুল হক রুবেল। এসময় তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচিত হলে সদর উপজেলাকে মাদকমুক্ত করবেন এবং এলাকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবেন।