স্টাফ রিপোর্টার:
উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মাইক) প্রতীকের প্রার্থী মো: সাইফুল ইসলাম সুমন একই উপজেলার অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী এনামুল হক রুবেলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সড়ে দাড়ালেন। গত শনিবার দুপুরে সদরের দুই ভাইস চেয়ারমস্যান প্রার্থী মানিকগঞ্জ প্রেসক্লাবে গিয়ে সভাপতি/ সাধারন সম্পাদক বরাবরে লিখিত ভাবে সাইফুল ইসলাম সুমন নিজ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সমর্থন জানিয়ে সাংবাদিকদের অবহিত করেন।
এসময় সদরের ভাইস চেয়ারম্যান (মাইক) প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম সুমন বলেন, আমি শারিরিক ভাবে অসুস্থ ও একই জাগীর ইউনিয়ন থেকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় ছোট ভাই এনামুল হক রুবেলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সড়ে দাড়ালাম। সেই সাথে রুবেরের পাশে থাকারও কথা বলেন সুমন। এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আকরাম হোসেন, মাই টিভির জেলা প্রতিনিধি মো: আজিজুল হাকিমসহ রুবেলের কর্মীসমর্থকরা উপস্থিত ছিলেন।