শুভংকর পোদ্দার
হরিরামপুরের ঝিটকা বাজারের শোভাকাজি মার্কেটের স্বর্ণের দোকানে চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক ১। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ঝিটকা বাজারের স্মৃতি জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে ।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, সোমবার সকালে ঝিটকা বাজারের শোভা কাজী মার্কেটের স্মৃতি জুয়েলার্সের মালিক সুধীর কর্মকার দোকানে ঢুকে দেখতে পায় তার দোকানে চুরি হয়েছে। তখন সিসি ক্যামেরার ভিডিও তেও সেই চুরির দৃশ্য দেখে এবং বাজার কমিটির কাছে জানালে বিষয়টি জানাজানি হয়। তখন ঝিটকা বাজারের একটি হোটেলের সামনে ২জন যুবককে দেখতে পায় হারাধন সম্প্রদায়ের জয় এবং লিটন নামে দুই ব্যক্তি। তখন তাদের আচরণ সন্দেহজনক হলে সেই দুই যুবককে পিছন থেকে ডাক দিলে তারা দৌড়ে দুইদিকে দুইজন পালিয়ে যায়। পড়ে তাদের একজনের পিছনে ধাওয়া দিলে সে একটি হ্যালোবাইকে করে মানিকনগর বাজারের দিকে যায়, পড়ে হারাধন সম্প্রদায়ের জয় এবং লিটন হ্যালোবাইকের স্টান্ড থেকে সেই ড্রাইভারের মোবাইল নাম্বার নিয়ে ফোন করে তাকে আটকে রাখতে বলে এবং তাকে ঝিটকা বাজার ব্যবসায়ী সমিতির কাছে নিয়ে আসে। ঝিটকা বাজার ব্যবসায়ী সমিতির কাছে নিয়ে আসার পরে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে সে কুমিল্লার মুরাদনগর থানার বাসিন্দা তার নাম রাজু বলে জানায়। এবং পড়ে সে সহ তার সাথে আরো চারজন এই চুরির সাথে সম্পৃক্ত আছেন বলে স্বীকার করে। এরপর থানা থেকে এস আই জাকির সহ ফোর্স এসে তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি আসামীদের ধরার জন্য গোয়ালন্দ ঘাট থানায় নিয়ে যায় এবং সেখানে তাদেরকে না পেলে তাকে হরিরামপুর থানায় নিয়ে আসেন। এবিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান জানান, ঝিটকা বাজারে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে, এবিষয়ে ভুক্তভোগীর অভিযোগ সাপেক্ষে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।