স্টাফ রিপোর্টার
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা প্রকৌশলীকে অবৈধভাবে গ্রেফতার করায় ওই উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: জসীম উদ্দিনের বিচারের দাবীতে মঙ্গলবার সকালে মানিকগঞ্জ এলজিইডি অফিসের সামনে মানববন্ধন করেছে স্থানীয় এলজিইডি’র ১৫২জন কর্মকর্তা-কর্মচারী।
মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জের এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী নাঈমা নাজনীন নাজ, সিনিয়র সহকারী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান, মানিকগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম প্রমুখ।
তারা বলেন, গত ৬ মার্চ, ওই উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা প্রকৌশলী গোলাম মো: মহিউদ্দিন চৌধুরীকে তার নিজ কার্যালয় থেকে গ্রেফতার করে তাকে হাতকড়া পড়ায় পুলিশ।
কিন্তু পরবর্তীতে ওই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিথ্যাচার করে বলেন নিরাপত্তার স্বার্থে প্রকৌশলীকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছিল।
বক্তারা আরো বলেন, নির্বাহী কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে উপজেলা প্রকৌশলীকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন ওই উপজেলা নির্বাহী কর্মকর্তা। একারণে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া দরকার।