স্টাফ রিপোর্টার
‘নয় ঘৃণা, নয় বিদ্বেষ- সম্প্রীতির বাংলাদেশ’ শ্লোগানকে সামনে জঙ্গিবাদ ও সহিংসতা নির্মূলে এগিয়ে আসার আহবানে মানিকগঞ্জে হয়েছে সাংস্কৃতিক প্রচারাভিযান। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সহযোগিতায় এই প্রচারাভিযানের আয়োজন করে সরকারী দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীদের সংগঠন ‘ব্রেভ টিম’।
বুধবার সকালে এই প্রচারাভিযানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বাবুল মিয়া। জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরের ছায়াবীথি মঞ্চে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের আহবায়ক কমরেড আজাহারুল ইসলাম আরজু, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ বিকশিত নারী জোটের প্রধান তাজরানা ইয়াসমীন টুলু, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের ঢাকা অঞ্চলের সমন্বয়কারী মুর্শীকুল ইসলাম শিমুল, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী আব্দুস সালাম ও ‘ব্রেভ টিম’ লীডার মিজানুর রহমান হৃদয়।
আলোচকরা বলেন, শিক্ষত যুব ও তরুণরা কি করে, কোথায় যায় তা পরিবারের সদস্যদের খেয়াল রাখতে হবে। কেউ যদি বিপথগামী হয়, তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। সন্তানদের সময় দিতে হবে, তাদের আদর, ভালবাসা দিয়ে মানবিক করে গড়ে তুলতে হবে।
পরে, জেলার বিভিন্ন অঞ্চলে ভ্রাম্যমান গাড়ীতে স্থানীয় শিল্পীরা জঙ্গিবাদ প্রতিরোধে রচিত বিভিন্ন সঙ্গীত পরিবেশ করেন।