স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের প্রশিক্ষণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা নির্বাচন অফিসের ব্যাবস্থাপনায়, খান বাহাদুর আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ে, দুইদিন ব্যাপি ডেমোনেস্ট্রেটরদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এসময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ বাবুল মিয়া, জেলা নির্বাচন কর্মকর্তা কাজি মোঃ ইস্তাফিজুল হক, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুব রহমান ভুঁইয়া উপস্থিত ছিলেন।
দুইদিনের এই প্রশিক্ষণে কলেজ, হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের ৩০৬ জন শিক্ষক অংশ নিচ্ছেন।