স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো: এনামুল হক রুবেলের পক্ষে উড়োজাহাজ প্রতীকে ভোট চাইলেন জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বাসষ্ট্যান্ড পৌর হকার্স মার্কেট মালিক কল্যান সমিতির আয়োজনে ঢাকা-আরিচা মহাসড়কের বাসষ্ট্যান্ড এলাকায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। জাগীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামুসুর রহমান ছবেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌর হকার্স মাকের্ট মালিক সমিতির সভাপতি মো: লিয়াকত আলী ভান্ডারী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা যুবলীগ নেতা আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী খোকন মিয়া, পশ্চিম সেওতার মাতাব্বর আরিফুল ইসলাম, জেলা জাতীয় পাটির্র নেতা মো: দেলোয়ার হোসেন, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, পৌর হকার্স মার্কেট মালিক কল্যান সমিতির সহ সভাপতি সফিউদ্দিন ভান্ডারী, কোষাধ্যক্ষ মোফাজ্জাল হোসেন, সমাজ কল্যান সম্পাদক রফিকুল ইসলাম সফি, শিশু বিষয়ক সম্পাদক লাবলী খানম, সদস্য আব্দুল হাই, মো: মিন্টু মিয়া প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর হকার্স মার্কেট মালিক কল্যান সমিতির সাধারন সম্পাদক ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আকরাম হোসেন। এসময় পৌর হকার্স মার্কেটের দুই শতাধিক দোকান মালিকগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: এনামুল হক রুবেরের পক্ষে উড়োজাহাজ মার্কায় ভোট চান এবং সেই সাথে সকলকে তার পক্ষে কাজ করার আহবান জানান।
ভাই চেয়ারম্যান প্রার্থী এনামুল হক রুবেল বলেন, আমাকে যদি অন্য প্রার্থীর তুলনায় যোগ্য মনে করেন তাহলে আগামী ২৪ তারিখের নির্বাচনে উড়োজাহাজ মার্কায় আপনাদের মূল্যবান ভোটটি দিবেন। আমি নির্বাচিত হয়ে আপনাদের সেবায় কাজ করতে চাই।