মোঃ সাইফুল ইসলাম
মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সারা দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মসূচীর মধ্যে ছিল সকালে বনাঢ্য র্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরন। উপজেলা মুক্তিযোদ্ধা কমপেক্স থেকে আনন্দ র্যালীটি বের হয়ে ঘিওর বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আঃ খালেক বিএসসি, সহকারি কমিশনার (ভ’মি) সৈয়দা সামিরা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ মিয়া,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু, থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম, যুগ্ন সম্পাদক মোঃ আতোয়ার রহমার, সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার শামীম, এলজিইডি প্রকৌশলী মোঃ সাজ্জাকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম আব্দুল হান্নান, সমাজ সেবা কর্মকর্তা আঃ মান্নান, ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমুখ।