স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ট্রাক চাপায় (৪৫) বছর বয়সের অজ্ঞাত নামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ইয়ামীন উদ দৌলা জানান, মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের শিবালয় উপজেলায় ফলসাটিয়া অজ্ঞাত নামা ওই ব্যক্তিকে একটি ট্রাক চাপা দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন এবং ওই ঘাতকট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, নিহতের পরনের ও শারীরিক অবস্থা এবং স্থানীয়দের কথানুযায়ী তাকে প্রাথমিকভাবে মানসিক রোগী বলে ধারণা করা হচ্ছে।