বিশেষ প্রতিনিধি:
ভোটগ্রহণ শুরুর পর চন্দনাইশের পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
ঘটনার পরপর ওই কেন্দ্রের সামনে ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল বলেন, কেন্দ্রে হামলার ঘটনার পর পাঁচজনকে আটক করা হয়েছে। পুলিশের অভিযান চলছে।
আটক পাঁচজনের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। আটক মোহাম্মদ আলী (৩৫) একেএম নাজিম উদ্দিনের সমর্থক বলে জানিয়েছেন স্থানীয়রা।
এর আগে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন মো. ফরহাদ হোসেন নামে এক পুলিশ কনস্টেবল।
রোববার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী বলেন, পূর্ব চন্দনাইশ এলাকার ওই কেন্দ্র দখলে নিতে এ হামলা চালানো হয়। আহত কনস্টেবল ফরহাদ হোসেনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।