স্টাফ রিটপর্টার:
মানিকগঞ্জের সাতটি উপজেলায় ভোট গ্রহন চলছে। তবে ভোটারদের উপস্থিতি কম রয়েছে।
মানিকগঞ্জর সাতটি উপজেলার মধ্যে সদর, সাটুরিয়া, হরিরামপুর ও শিবালয় উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। তবে ঘিওর, দৌলতপুর ও সিংগাইর উপজেলায় চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী রয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলার ১০২টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট নেয়া হচ্ছে।
প্রথমবারের মত নতুন পদ্ধতিতে ইভিএম ভোট হওয়ায় ভোটারদের আগ্রহ কিছুটা বেশী দেখা যাচ্ছে। বিশেষ করে নতুন ও তরুন ভোটাররা বেশী আগ্রহী হচ্ছে।
মানিকগঞ্জে মোট কেন্দ্র রয়েছে ৪৮৯টি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশ, আনসার, র্যা্ব ও বিবিজিসহ প্রায় ১০ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে।