স্টাফ রিপোর্টার:
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার ধুলন্ডী এলাকায় ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। ট্রাক চাপায় আহত ওই নারীকে গুরুতর আহত অবসস্থায় উদ্ধার করে স্থানীয়রা শিবালয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নেয়ার পর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ট্রাক ও ট্রাকের চালককে আটক এবং নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে বরংগাইল পুলিশ ফাঁড়ির ইন-চার্জ ইয়ামিন উদ-দৌলা।