স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের ধলেশ্বরী নদী থেকে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে নদী থেকে এ লাশ উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী। নিহত ফরজ আলী ব্যপারী সদর উপজেলার উকিয়ারা গ্রামের রুপাই ব্যাপারীর ছেলে।
নিহতের ছেলে নুর ইসলাম জানান, শুক্রবার সকালে তার বাবা বাড়ি থেকে গরু নিয়ে গোসল করানোর জন্য পাশেই ধলেশ্বরী নদীতে যায়। গরুর গোসল শেষ করে উপরে উঠিয়ে দেয়। এরপর সে গোসলের জন্য নদীতে ডুব দিলে আর উঠতে পারে নাই। পরে স্থানীয়রা বিভিন্নভাবে ঐ নদীতে খোজাখোজি করে দেড় ঘন্টা চেস্টার পর লাশ উদ্ধার করা হয়।
সদর থনার তদন্ত কর্মকর্তা (ওসি) মো: হানিফ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ফজর আলীর লাশ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।