মোঃ সাইফুল ইসলাম
মানিকগঞ্জের ঘিওর উপজেলা অডিটরিয়ামে গত ১৬ এপ্রিল মঙ্গলবার ভিলেজ এসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ভাস্ড) এর উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সহিংস উগ্রবাদ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভাস্ড নির্বাহী পরিচালক মাসুমা সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা সামিরা । এ সময় সন্ত্রাস, জঙ্গীবাদ, আগুন সন্ত্রাস, ইভটিচিং, বাল্য বিবাহ, মাদকসহ বিভিন্ন ধরনের সহিংস ও উগ্রবাদ প্রতিরোধেকল্পে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ আতোয়ার রহমান, স্থানীয় সরকার বিভাগের ইউডি এফ মো মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বিপুল, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মান্নান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা নাজনীন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, ঘিওর ডি, এন হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান শিকদার, ঘিওর প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ারুল হক, ঘিওর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, ভাস্ড প্রশাসনিক কর্মকর্তা শাফিল সামাদ শীলা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ আমিরুজ্জামান মতিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফ্যাসিলিটেটর সম্প্রতি ক্যাম্পেইন জসিম উদ্দিন। উল্লেখ্য, এই কর্মশালায় প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও শুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন এবং গনস্বাক্ষর ক্যাম্পের বোর্ডে সবাই স্বাক্ষর করেন।