স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় কার্ভাডভ্যান চাপায় মো.আজাদ তালুকদার (৫৫) নামের এক ব্যক্তি নিহদ হয়েছেন। রোববার ভোরে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাট কাছে চরের ডাঙ্গা নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত আজাদ শিবালয় উপজেলার ছোট দোতরাবাড়ি এলাকার মৃত আকতার উদ্দিন তালুকদারের ছেলে এবং তিনি সাকুরা পরিবহনে টিকিট চেকারের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান,রোববার ভোরে পাটুরিয়া ফেরি ঘাটের কাছে শিবালয় উপজেলার চরের ডাঙ্গা এলাকায় সাকুরা পরিবহনের একটি বাসের টিকিট চেক করে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় ঢাকাগামী একটি কার্ভাডভ্যান তাকে চাপা দেয় এবং ঘটনা স্থলেই তিনি মারা যান।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. আমীর হোসেন বলেন, দূর্ঘটনার পর ঘাতক কার্ভাডভ্যানকে জব্দ করা হলেও চালক ও তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় পুলিশ ফাঁড়িতে একটি মামলা করা হয়েছে।