মোঃ সাইফুল ইসলাম
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নে গত শনিবার তেরশ্রী কালী নারায়ন ইনষ্টিটিটিউশনের নব নির্মিত ভবনের উদ্ধোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ¦ এ এম নাঈমুর রহমান দুর্জয়। তেরশ্রী কালী নারায়ন ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষিক বেগম শামসুন নাহারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ্যাডঃ গোলাম মহিউদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোঃ তায়েবুর রহমান টিপু, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মোঃ ইকরামুল ইসলাম খবির, মোঃ আতোয়ার রহমান, সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু, যুগ্ন সম্পাদক মোঃ আতোয়ার রহমান, পয়লা ইউপি চেয়ারম্যান মোঃ হারুন-অর রশীদ, পয়লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম (মাষ্টার), সাধারন সম্পাদক মোঃ সামিউল প্রধান প্রমুখ । উল্লেখ্য, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর প্রায় ৭০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ভবনটি নির্মান করে।