মোঃ সাইফুল ইসলাম
মানিকগঞ্জের ঘিওরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৯ উপলক্ষে গত মঙ্গলবার দুপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মেজবাহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ আতোয়ার রহমান,আইন বিষয়ক সম্পাদক মোঃ সরোয়ার কিরন খান, ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, ডাঃ সুজিত কুমার সরকার, ডাঃ বিপুল বালো, ঘিওর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মুয়াজ্জেম হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডাঃ মোঃ আলমগীর হোসেন। উল্লেখ্য, প্রধান অতিথি পায়রা উড়িয়ে ৭ দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্ধোধন করেন।