স্টাফ রিপোর্টার:
শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত শেখ ফজলুল করিম সেলিম এমপির দৌহিত্র জায়ান চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় মানিকগঞ্জে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রলি) মানিকগঞ্জ পৌর আওয়ামীগের সাধারন সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদের আয়োজনে ২৫০ শয্যা জেলা হাসপাতাল মসজিদে বাদ জুমা এ মিলাদ মাহফিল অনুষ্ঠি হয়।
মিলাদ মাহফিলে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির নাতি জায়ান চৌধুরীর আত্মার শান্তি কামনায় এবং আহত জামাতা মশিউর রহমান চৌধুরীর দ্রুত সুস্থতা কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। পরে সকলের মাঝে মিষ্টি বিতরন করা হয়।