মো: আরিফ হোসেন:
মানিকগঞ্জে সহিংস উগ্রবাদ প্রতিরোধ বিষয়ক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী হয়েছে।
সোমবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের কনফারেন্স রুমে সম্পীতি ক্যাম্পেইনের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: আবুল হোসেন।
ভিলেজ এসোসিয়েশন ফর সোশ্যাল ডেভোলপমেন্টের(ভাসড) নির্বাহী পরিচালক মাসুমা সামাদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক তৌহিদুর রহমান,খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক কৃস্নচন্দ্র সরকার, খাজা রহমত আলী কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ বাসুদেব সাহা, উপজেলা সহ যুব উন্নয়ন অফিসার মো: শফিউদ্দিনসহ বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।