স্টাফ রিপোর্টার :
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি বলেছেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। দেশের উন্নয়ন কাজে শ্রমিকদের অনেক ভুমিকা রয়েছে। শ্রমিকরা কাজ না করলে দেশের উন্নয়ন হতো না। ন্যায্য মজুরী শ্রমিকদের অধিকার, তাই শ্রমিকদের ন্যায্য মজুরী নিশ্চিত করেছে শেখ হাসিনার সরকার। বুধবার দুপুরে মানিকগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা বাস মালিক সমিতি ও জেলা শ্রমিক লীগের আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শ্রমিকের বাসস্থানের নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার। পাশাপাশি শ্রমিকদের উন্নয়নেও ব্যাপক কর্মসূচী হাতে নেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সমাবেশে সড়ক দূর্ঘটনায় আহত ও পঙ্গু হওয়া ২০ জন শ্রমিককে আড়াই হাজার করে টাকা প্রদান করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করা হয়।
পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড: আব্দুল মজিদ ফটো, যুগ্ন সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: লিয়াকত আলী ভান্ডারী, সদর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সাংগঠনিক সম্পাদক মো: হাশেম আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, জেলা জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি মোস্তফা কামাল, যুগ্ন সাধারন সম্পাদক কাইয়ুম খান, সদর থানা যুবলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এনামুল হক রুবেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমন কোরাইশী সুমনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।