স্টাফ রিপোর্টার:
গৃহবধু রোমানা আফরোজ হাসিনাকে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন হয়েছে।
রবিবার সকালে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে হত্যাকান্ডের সাথে জরিতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী ও নানা শ্রেণীপেশার মানুষ।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম,সাবেক মেয়র রমজান আলী, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লক্ষী চ্যাটার্জি, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড: সাখাওয়াত হোসেন খান, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এ্যাড: হাসান সাঈদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হাসিব উদ্দিন আহম্মেদ সেলিম, নিহত রোমানার মা রাফেজা খাতুন, বাবা আব্দুল জলিল, শিশু সন্তান নুরে সিফাত, বোন ফারজানা ইয়াসমিন সুমি, ছোট ভাই আসাদুজ্জামান রাজাসহ আরোও অনেকে।
মানববন্ধন চলাকালে বক্তারা গৃহবধুর গায়ে আগুন দিয়ে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাসিঁর দাবি জানান।
উল্লেখ্য,গত ০৩ মে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিলের বড় মেয়েকে ঢাকা সাভারের কর্ণপাড়া এলাকায় তার স্বামীর বাড়িতে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে। এ ব্যাপারে সাভার থানায় মামলা হয়েছে।