স্টাফ রিপোর্টার:
পবিত্র মাহে রমজান ও ১৪৪০ হিজরী কে স্বাগত জানিয়ে মানিকগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মানিকগঞ্জ ইসলামিক ফাউনেন্ডশন এ আয়োজন করে। মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইফামার কার্যালয়ে এসে শেষ হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশ মানিকগঞ্জ শাখার উপ- পরিচালক ড. মোহাম্মদ আব্দুল হক, সহকারী পরিচালক আব্দুর রশিদ আল মামুন, মাষ্টার ট্রেইনার মাওলানা আশরাফুল আলমসহ আরও অনেকে।
ইসলামিক ফাউন্ডেশ মানিকগঞ্জ শাখার উপ- পরিচালক ড. মোহাম্মদ আব্দুল হক বলেন, একই সাথে মানিকগঞ্জ সদর ছাড়াও জেলার বাকী ৬টি উপজেলায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে শতাধিক ইফামার শিক্ষক অংশগ্রহণ করে।