স্টাফ রিপোর্টার
বিড়ির উপর কর ও প্রতি বছর মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ও বিড়ি ভোক্তা অধিকার সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে শহরের চাঁন মিয়া লেনে মানিকগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়ের নিজ বাড়ির সামনে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বিড়ি ভোক্তা অধিকার সংগঠনের সভাপতি ওয়াসীম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসনসহ অনান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বিড়িকে কুটিরশিল্প বলে ঘোষনার দাবী করেন এবং প্রতিবছর বিড়ির উপর মূল্য বৃদ্ধি না করার অনুরোধ করেন।