1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ফার্মেসী মালিককে এক মাসের কারাদন্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ১৭০০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্যে ঔষধ বিক্রির অপরাধে মানিকগঞ্জে এক ফার্মেসী মালিককে এক মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রাজিব হোসেন। তিনি ২৫০-শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল সংলগ্ন এলাকার মডার্ণ ড্রাগস স্টোরের  মালিক।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান খান বলেন, মঙ্গলবার বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের  নেতৃত্বে অভিযান পরিচারিত হয়। এই অভিযানে মডার্ন ড্রাগস স্টোরে ৬ টাকার প্যাথেডিন ২৫০ টাকায় এবং ২৫ টাকার ইফিডিন ৪০০ টাকায় বিক্রি করতে দেখা যায়।

নির্ধারিত মূল্যের বেশী মূল্যে ঔষুধ বিক্রি করার অপরাধে ওই ফার্মেসীর মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী একমাসের বিনাশ্রম কারদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury