1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হামলায় আহত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি  জিলানীকে দেখতে হাসপাতালে রিতা মানিকগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবীতে সরকারি দেবেন্দ্র কলেজের চারটি ইউনিট ভেঙ্গে দিল অধ্যক্ষ রাজবাড়ীর পাংশায় বৃষ্টিতে আখ চাষিদের ক্ষতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মানিকগঞ্জে আহত ও নিহত পরিবারের সাথে মতবিনিময় মানিকগঞ্জে নার্সিং সংস্কার পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত মানিকগঞ্জের সাটুরিয়া শরীরে কেরোসিন ঢেলে আগুনে ঝলসে গেল স্ত্রীসহ তিনজনের শরীর মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ মানিকগঞ্জে কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বন্ধসহ পাইপ অপসারণের  দাবীতে মানববন্ধন-নেপথ্যে সুহাস, ওয়াসিম মানিকগঞ্জে শহিদদের স্বরণে কাওয়ালী সন্ধ্যা মানিকগঞ্জ জেলা কৃষক দলের নতুন কমিটি গঠন

মানিকগঞ্জ যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০১৯
  • ১৩৮২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলীর মধ্য দিয়ে মানিকগঞ্জ জেলা যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটি যাত্রা শুরু করলো। শুক্রবার দুপুরে দলীয় কার্যালয়ে স্থাপিত প্রতিকৃতিতে পুস্পাঞ্জলী অপর্ণ করে নবগঠিত জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম-আহবায়ক মাহাবুবুর রহমান জনি, সদস্য সাদিকুল ইসলাম সোহা, মনিরুল ইসলাম খান মনি, ফায়জুল ইসলাম নাজমুল ও সুবল সাহা প্রমুখ।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানানোর পর নেতৃবৃন্দরা গড়পাড়া গ্রামের প্রয়াত মন্ত্রী কর্ণেল (অব.) আব্দুল মালেক ও সেওতা কবরস্থানে মানিকগঞ্জ-১ আসনের মরহুম সংসদ সদস্য এ এম সায়েদুর রহমানের  কবর জিয়ারত ও পুষ্পস্তবক অপর্ণ করেন। এসময় আহবায়ক কমিটির সদস্য ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গত ৬ মে, ২৫-সদস্যবিশিষ্ট মানিকগঞ্জ জেলা শাখা যুবলীগের আহবায়ক কমিটি চুড়ান্ত করা হয়। জেলা যুবলীগের সাবেক সাংগঠনকি সম্পাদক, সরকারী দেবেন্দ্র কলেজের সাবেক জিএস এবং মানিকগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাককে আহবায়ক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা পরিষদের  সদস্য  মাহাবুবুর রহমান জনিকে যুগ্ম-আহবায়ক করে ওই কমিটির গঠিত হয়। কমিটির সদস্যরা হলেন- তামজিদ উল্লাহ প্রধান লিল্টু, কে এম নুরুল হুদা রুবেল, আব্দুল জলিল, মাহবুবুল আলম সুমন, আবুল বাশার, আতিকুর রহমান জিয়া, খলিলুর রহমান, সাগর আহমেদ মাসুদ, ফিরোজ আলম খান, সাদিকুল ইসলাম সোহা, মাহবুবুল হক খান খালিদ, মনিরুল ইসলাম খান মনি, সৌমিত্র সরকার, জাফর ইকবাল বিপুল, আমজাদ হোসেন, শরিফুল ইসলাম শরিফ, ফায়জুল ইসলাম নাজমুল, কহিনুর ইসলাম সানি, মঞ্জুরুল ইসলাম, সামিউল আলম রনি, সুবল সাহা, লুৎফর রহমান ও মেহেদী হাসান ফুয়াদ।

 

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. হারুনার রশীদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬মে থেকে পরবর্তি ৯০দিনের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র কঠোরভাবে অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জেলার আওতাধীন সকল উপজেলা, ওর্য়াড ও ইউনিয়ন শাখার কাউন্সিল সু-সম্পন্ন করে জেলা শাখার কাউন্সিল করতে হবে।

 

উল্লেখ্য, ২০০৭ সালে জেলা যুবলীগের সর্বশেষ পুর্নাঙ্গ কমিটি হয়েছিল। ওই কমিটির সভাপতি ছিলেন সুদেব কুমার সাহা ও সাধারণ সম্পাদক ছিলেন তামজিদ উল্লাহ প্রধান লিল্টু। দীর্ঘ ১২ বছর এই কমিটি দায়িত্ব পালন করে।

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury