হরিরামপুর প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজিং এর প্রতিবাদে এবং উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হরিরামপুর উপজেলাবাসী।
সোমবার দুপুরে হরিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অফিস চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সেলিম মিয়ার সভাপতিত্বে সমাবেশে হয়। সমাবেশে বক্তব্য রাখেন হরিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হোসেন ইমাম বাবু, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা কাজী রফিক ডলার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মিজানুর রহমান রতন,উপজেলা কৃষকলীগের সদস্য সচিব শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুর রহমান মিল্টন, যুগ্ম-আহবায়ক ফরিদ মোল্লা, মো: কামাল হোসেনস, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ মল্লিকহ স্থানীয় আওয়ামীলীগ এবং এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কিছু অসাধু ড্রেজিং ব্যবসায়ী অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোল করায় বাঁধসহ ওই উপজেলার বিস্তীর্ণ এলাকা নদী ভাঙনের মুখে পড়েছে। নদীতে এই অবৈধ ড্রেজিং বন্ধের উদ্যোগ গ্রহণ করায় ওই অবৈধ ড্রেজিং ব্যবসায়ীরা উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচারসহ নানাভাবে হয়রানী করছে। তারা অবিলম্বে দেওয়ার সাইদুরের বিরুদ্ধে অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
সমাবেশে শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।