এর আগে কোহলি দুটো বিশ্বকাপ খেললেও এই প্রথম তাঁর নেতৃত্বে বিরাট এই মঞ্চে নামছে ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল বুধবারই উড়ে গেল ইংল্যান্ড এবং উয়েলসের (উদ্দেশে। ৩০ মে থেকে সেখানেই বসতে চলেছে বিশ্বকাপের আসর। এর আগে ২০১১তে এমএস ধোনির হাত ধরে বিশ্বকাপ এসেছিল ভারতের ঘরে ২৮ বছর পর। ২০১৫তে সেমিফাইনালেই থামতে হয়েছিল। এ বার আবার নতুন করে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে গোটা দেশ। মুখিয়ে রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররাও। মুম্বই বিমানবন্দরে বিশ্বকাপের অফিসিয়াল ড্রেসে দেখা গেল গোটা দলকে। ভারতের বিশ্বকাপ লড়াই শুরু হচ্ছে ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদাম্পটনে। তার আগে বিরাট কোহলিরা দুটো প্রস্তুতি ম্যাচ খেলবেন। শনিবার ওভালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও মঙ্গলবার কার্ডিফে ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।