1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

বাল্য বিবাহ নারী নির্যাতন রোধে ছাত্র-শিক্ষক একযোগে কাজ করার প্রত্যয় করলেন

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুন, ২০১৯
  • ১২৫৬ বার দেখা হয়েছে

 সিংগাইর প্রতিনিধি:

”আমরাই পারি বাল্য বিবাহ রোধ করতে,আরো পারি সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে” এই স্লোগানকে সামনে রেখে উন্নয়ণ গবেষণা প্রতিষ্ঠান বারসিক জেলার সিংগাইর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামুলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে।

তারই ধারাবাহিকতায় সোমবার সিংগাইর উপজেলাধীন বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম,নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে অত্র বিদালয়ের উদ্যমী শ্রেনী  শিক্ষকদের মাধ্যমে বাল্য বিবাহ নারী নির্যাতন যৌন হয়রানি ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক বক্তৃতামালা আয়োজিত হয়।

বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয় এর  প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সভাপতি  জনাব মো: হারুন অর রশিদ এর সার্বিক সহযোগীতা ও দিক নির্দেশনায় ও বারসিক কর্মকর্তা আছিয়া ও ইস্মিতা আক্তার এর সঞ্চালনায়  উক্ত বিষয়ে শ্রেনী কক্ষ্যে বক্তৃতামালায় অংশগ্রহন করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক জনাব মো: ওয়াদুদুর রহমান, মো: মফিজ উদ্দিন,ক্রিড়া শিক্ষক মো: শারুখ খান প্রমুখ।

ভিন্নধর্মী এই আয়োজনে বিদ্যালয় কর্তৃপক্ষ বারসিককে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সামাজিক সহিংসতার পাশাপাশি মাদক ও প্রযুক্তি আসক্তি দ্বারা ছেলে মেয়েরা আক্রান্ত হচ্ছে এই বিষয়েও বারসিক কে কাজ করার কথা বলেন।শিক্ষার্থীরাও বক্তৃতামালায় অংশগ্রহন করতে পেরে আনন্দিত হন। তারা বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন ছুরে দেন শিক্ষকদের কাছে। শ্রেণীতে ছাত্র শিক্ষক তর্কযুদ্ধে নেমে যান এবং তারা একপর্যায়ে নির্যাতন প্রতিরোধে সমঝতায় পৌছান ও  প্রত্যয় করেন যে আমরা  পরিবারের মধ্যে এই বিষয়ে আলোচনা করব এবং নিজেরা নিরাপদে থাকব এবং অন্যকেও ভাল পথে আনব ছাত্র শিক্ষক এক সাথে কাজ করব। তাবেই সমাজে নারী পুরুষের সামাজিক ন্যাযতা ফিরে আসবে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury