স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে শুরু হয়েছে ডাঃ জীবন স্মৃতি ভেটারর্যান্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার বিকেলে টুর্নামেন্ট উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ভারতসহ ৮ জেলার ভেটারর্যান্স ফুটবল দল অংশ নিচ্ছেন।
জেলাগুলো হচ্ছে ঢাকা সোনালী অতীত, মানিকগঞ্জ সোনালী অতীত, ভারতের চাকদহ ভেটার্যান্স ফুটবল ক্লাব, টাঙ্গাইল সোনালী অতীত, ময়মনসিংহ সোনালী অতীত, গোপালগঞ্জ সোনালী অতীত, মুন্সিগঞ্জ সোনালী অতীত ও নারায়নগঞ্জ সোনালী অতীত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, টুর্নামেন্ট কমিটির আহবায়ক গাজী খায়রুল হুদা ফারুক, সদস্য সচিব আবু বক্কর সিদ্দীক তুষার প্রমূখ।
উদ্বোধণী খেলায় ঢাকা সোনালী অতীত ও ময়মনসিংহ সোনালী অতীত অংশ নেন।