মোঃ সাইফুল ইসলাম :
মানিকগঞ্জের ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জেলা সাংবাদিক সমিতির সহ সম্পাদক ও দৈনিক সংবাদ এর জেলা প্রতিনিধি রামপ্রসাদ সরকার দিপু’র মাতা ঊষা রানী সরকার পরলোকগমন করেছেন।
রবিবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্য কালে বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন যাবত তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন। বিকেলে ঘিওর কুস্তা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পুর্ণ করা হয়।
তিনি স্বামী সম্ভু সরকার, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারন সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, ঘিওর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, ঘিওর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, ,যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক,দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক মো: আকরাম হোসেন, ঘিওর বাজার বণিক সমিতির সভাপতি হামিদুর রহমান আলাই, ঘিওর সদর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম এবং ঘিওর প্রেসক্লাবের সকল সদস্য সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পরলোকগতার আত্বার শান্তি ও শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।