ইমন হোসেন:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়নের পদ্মা নদীর পাশে আন্ধারমানিক গ্রামে দেখা গেলো বিদ্যানুরাগী মীর নাদিমের অসীম মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মীর নাদিম পাদ্মাপাড়ের অসহায় ছাত্রছাত্রীদের বিনা বেতনে কোচিং করাচ্ছেন। যেখানে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট অবধি শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের ব্যবস্থা করেছে। স্থান হিসেবে আন্ধারমানিক বাজার সংলগ্ন পদ্মা কিশোর ক্লাবকে ব্যবহার করা হচ্ছে। এদিকে মীর নাদিমের ফেসবুক স্টাটাস থেকে বিষয়টি জানতে পেরে, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব লুৎফর রহমান, মীর নাদিমের ‘পদ্মাপাড়ের পাঠশালার’ ছাত্রছাত্রীদের জন্য খাতা ও কলম উপহার হিসেবে পৌছে দিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের শিক্ষামূলক কর্মকান্ডে মীর নাদিমের সাথে থাকার কথা জানিয়েছেন। মীর নাদিমের বলেন ছাত্রলীগ সভাপতিকে ধন্যবাদ এবং সে আরো বলেন তার ছোট থেকে প্রবল ইচ্ছে অসহায় মানুষের পাশে দাড়ানোর তাই ভবিষ্যতে ও এরকম কাজ করবেন এবং অবশ্যই তিনি সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন।