মো: আরিফ হোসেন:
“আমাদের ভিশন মাদকমুক্ত বাংলাদেশ গড়া, সু স্বাস্থ্যেই সু্বিচার, মাদক মুক্তির অঙ্গীকার” মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধি আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়।
এসময় র্যালীর উদ্ধোধন করেন জেলা প্রশাসক এস.এম ফেরদৌস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবুল মিয়া, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, মাদকাসক্তি তথ্য সহায়তা ও পুর্নরবাসন নিবাস (পথ) এর উপ পরিচালক মো: নাছির উদ্দিন, ব্যাকের জেলা প্রতিনিধি আবু জাফর, পাশার নির্বাহী পরিচালক মো:ফরিদ খানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।