স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জনকন্ঠ ও চ্যানেল আইয়ের মানিকগঞ্জ প্রতিনিধি গোলাম ছারোয়ার ছানু সভাপতি ও সমকালের মানিকগঞ্জ প্রতিনিধি অতীন্দ্র চক্রবতীর্ বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সাধারন সভায় সাংগঠনিক বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। বিকেলে দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার ভোরের কাগজ পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি সুরুয খান (২০১৯-২০২১) দ্বি-বার্ষিক নির্বাচনী ফলাফল ঘোষনা করেন।
নির্বাচিতরা হলেন- সভাপতি গোলাম ছারোয়ার ছানু ( জনকন্ঠ ), সহ-সভাপতি আহম্মেদ সাব্বির সোহেল (এনটিভি) ও গাজী ওয়াজেদ আলম লাবু (মাছরাঙ্গা টিভি), সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব (সমকাল), যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিহির (৭১ টেলিভিশন ও বনিক বার্তা), সহ সম্পাদক বিএম খোরশেদ (যমুনা টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলম লিটন (ডিবিসি নিউজ ), কোষাধ্যক্ষ শাহীনুল ইসলাম তারেক (সবুজ নিশান ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আর এস মঞ্জুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি) ও দপ্তর সম্পাদক মো: আকরাম হোসেন (সম্পাদক ও প্রকাশক-দৈনিক আমার নিজউ, বাংলাভিশন ও ভোরের ডাক )। সহযোগী দুই নির্বাচন কমিশনার হলেন আব্দুল মোমিন (প্রথম আলো) এবং আমিনুর রহমান অঞ্জন (সোনালী বার্তা)।