1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন

ঘিওরে বিদেশে পাচারকারী প্রতারক দম্পতি আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ১৮৪৯ বার দেখা হয়েছে

মোঃ সাইফুল ইসলাম

মানিকগঞ্জের ঘিওরে বিদেশে পাঠানোর নামে ভুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৩ জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঘিওর থানা পুলিশ। বুধবার বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারা হলেন, মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর গ্রামের বাশার মুনশী (৩৫) এবং তার স্ত্রী হাসু বেগম (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ‘আকর্ষণীয় বেতনে বিদেশে শ্রমিক নিয়োগ করা হবে’ বিভিন্ন স্থানে এমন বিজ্ঞপ্তি সাটিয়ে সহজ-সরল মানুষকে আকৃষ্ট করতেন ওই দম্পতি। ঘিওর এবং পাশের উপজেলা শিবালয়ের বিভিন্ন এলাকার ৪৩ জনের কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে এই দম্পতি মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান। ঘিওরের শ্রীবাড়ি গ্রামের  আইয়ুব আলীর বাড়িতে ভাড়া থেকে তারা এই প্রতারণা করেন। ভুক্তভোগী ঘিওর উপজেলা সদরের বেড়াভাঙ্গা গ্রামের আবুল হোসেন জানান, ঘিওর বাজার এলাকায় একটি দেয়ালে বিজ্ঞপ্তি দেখে তিনি ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করেন। এরপর ওমানে পাঠানোর কথা বলে তার কাছ থেকে ৬ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান তারা। পরে কৌশলে মুন্সীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী আবুল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। গ্রেফতারের সময় ওই দম্পতির কাছ থেকে ২৪টি দেশি পাসপোর্ট, ১৯টি মুঠোফোনের সিম এবং ৮ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury