1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

শিবালয়ে পুলিশে চাকরীপ্রাপ্ত তরুণ-তরুনীদের চোঁখে-মুখে হাসি

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ১২৭৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

শৈশবের নানা প্রতিকুলতা পেরিয়ে যৌবনে পা’ দিয়ে জীবন যুদ্ধের স্বপ্ন জয়ে পুলিশে চাকরী পেয়ে ওদের চোখে-মুখে যেন হাসি ফুঁটে উঠেছে। কোন উৎকোচ বা ঘুষ ছাড়াই যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেনিং রিক্রুটিং কনস্টেবল পদে সদ্য নিয়োগে মানিকগঞ্জের শিবালয়ের হতদরিদ্র পরিবারের ১৮ তরুণ-তরুণী দেশ-সেবার মহান পেশায় যুক্ত হওয়ায় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। কথা হয় পুলিশে সদ্য নিয়োগ প্রাপ্ত শিবালয় উপজেলার উথলী গোডাউন রোডের বাসিন্দা ট্রাক চালক কামালের কলেজ পড়ুয়া কন্যা তানিয়ার সাথে-অভাবের সংসারে তিন ভাই-বোনের মধ্যে তানিয়া দ্বিতীয়। সে স্থানীয় সদরউদ্দিন ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পাশ করেছে। কলেজের উপবৃত্তির জমানো টাকার মধ্য থেকে মাত্র একশত তিন টাকায় আবেদন করে পুলিশের চাকরীতে। লিখিত ও মৌখিক পরিক্ষায় কৃতকার্য হয়ে প্রাথমিক নিয়োগ লাভের পর সে ও তার পরিবার আবেগে আপ্লুত হয়ে পড়ে।উপজেলার ব্রাম্মনকুল গ্রামের মৃত ইসমাইল শেখের পুত্র ইব্রাহিম। শৈশবে দিনমুজুর পিতাকে হারিয়ে অসুস্থ্য মা ও বোনের সংসার চালাতে বাধ্য হয় রাজমিস্ত্রির কাজ করতে। তাঁর সামান্ন্য উপার্জনে কোনমতে সংসারের পাশাপাশি চালিয়ে যায় লেখাপড়া। স্কুল-কলেজে নিয়মিত ক্লাশ না করলেও এসএসসি ও এইচএসসি পরিক্ষায় সাফল্যের পর চাকুরীর জন্য আবেদন করে পুলিশ বাহিনীতে। সদ্য নিয়োগে মেধা ও যোগ্যতায় ‘সোনার হরিণ’ ধরা দেয় ইব্রাহিমের হাতে।কান্নায় জড়িত কন্ঠে ইব্রাহিম বলেন, ছোট বেলা থেকেই দেশ-সেবার স্বপ্ন দেখতাম। নিয়তির পরিহাস সপ্তম শ্রেনীতে পড়াকালীন বাবা দুনিয়া ছাড়লে সংসারের দায়িত্ব পড়ে আমার কাঁধে। দীর্ঘ দিন পর আল্লাহ আমাদের উপড় রহম করেছে। এবার চাকরীর টাকায় বড় বোনের বিয়ে ও অসুস্থ্য মায়ের চিকিৎসা হবে। নাম পদবী প্রকাশে অনিচ্ছুক জনৈক পুলিশ কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, বর্তমান সময়ে উৎকোচ, ঘুষ বা তৎবির ছাড়া যোগ্যতার ভিত্তিতে চাকরী অবিস্বাস্য হলেও এবারের নিয়োগে মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম (বিপিএম) দৃষ্টান্ত স্থাপন করলেন। তানিয়া ও ইব্রাহিমের মতো দরিদ্র পরিবারের সন্তানেরা মেধা ও যোগ্যতায় পুলিশে চাকুরী লাভ করায় এ বাহিনীর ভাবমূর্তি আরোও উজ্জল হবে। শিবালয় থানা ওসি মিজানুর রহমান জানান, বাহিনীর ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে পুলিশ সুপার মহোদয়ের বিশেষ নির্দেশনায় আন্তরিকতা ও নিষ্ঠার সহিত গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে কনস্টেবল পদে সদ্য নিয়োগে জেলার ১৩১জনের মধ্যে শিবালয়ের ১৮ তরুণ-তরুনী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই অতিদরিদ্র পরিবারের সন্তান। তাদের অনেকেই পিতা-মাতা হারা। আবার কেউ-কেউ অতিদরিদ্র কৃষক, দিনমুজুর, রিক্সা-ভ্যান ও ট্রাক চালকের কাজ করছেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury