মো: আরিফ হোসেন :
মানিকগঞ্জে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ এরশাদের দীর্ঘ আয়ু ও রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল দলীয় কার্যালয়ে করতে না দেওয়ায় প্রতিবাদ সভা থেকে জেলা জাতীয় পার্টির সভাপতি এস.এম আব্দুল মান্নানকে অবাঞ্চিত ঘোষনা করলেন জেলা জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীরা।
শুক্রবার সকালে জাতীয় ছাত্র সমাজ জেলা শাখার আয়োজনে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে দোয়া মাহফিল করতে চাইলে জেলা জাতীয় পার্টির সভাপতি এস.এম আব্দুল মান্নান অনুমতি না দিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেয়। পরে পার্টি অফিসের সামনে দোয়া মাহফিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো: আনোয়ার হোসেন পাশার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক তানজীরুল ইসলাম তানজীর, সিনিয়র সহ সভাপতি আলিমুর রহমান সবুজ,সহ সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ন সাধারন সম্পাদক মো: মামুন সিকদার, সাংগঠনিক সম্পাদক ছায়েদুর রহমান, শরীফুল ইসলাম, সিংগাইর উপজেলা ছাত্র সমাজের আহবায়ক মিলন মাহমুদ, সদস্য সচিব শরীফুল ইসলাম শিপনসহ আরো অনেক ছাত্রনেতা।
সভায় জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো: আনোয়ার হোসেন পাশা বলেন, পল্লী বন্ধু হোসাইন মুহাম্মদ এরশাদ স্যারের দীর্ঘ আয়ু ও রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। কিন্তু জাতীয় পার্টির জেলা শাখার সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এস.এম আব্দুল মান্নান দোয়া মাহফিল দলীয় কার্যালয়ে করতে না দিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেয়। বাধ্য হয়ে বৃষ্টির মধ্যে আমাদের ছাত্র সমাজের নেতাকর্মীদের নিয়ে পার্টি অফিসের সামনে রাস্তায় দোয়া মাহফিল ও প্রতিবাদ সভা করি। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সভায় ছাত্র সমাজের পক্ষ থেকে জেলা জাতীয় পার্টির সভাপতি এস.এম আব্দুল মান্নান সাহেবকে অবাঞ্চিত ঘোষনা করেন নেতাকর্মীরা।