স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে বহুল প্রচারিত দৈনিক যায় যায় দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের,সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবু, সাবেক সহ সভাপতি মাহবুব আলম জুয়েল, সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির, দপ্তর সম্পাদক ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো:আকরাম হোসেন, জেলা সাংবাদিক সমিতির সহ সভাপতি কাবুল উদ্দিন খান, যায়যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি আর.এস মঞ্জুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা যায় যায় দিন পত্রিকার সাফল্য কামনা করেন।